টেলিটক আগামী থ্রিজি সিম বিক্রির জন্য নয়–এটি অনলাইনে নাম নিবন্ধনের মাধ্যমে জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বিতরন করা হবে।
টেলিটক বাংলাদেশ গত ২০১০ সাল থেকে বাংলাদেশের মেধাবী ছাত্র-ছাত্রীদের টেলিটক আগামী সিম প্রদান করে আসছে। টেলিটক আগামী সিমে টেলিটক টু টেলিটকে ৫০ পয়সা/মিনিট (২৪ ঘণ্টা এক রেট), প্রতি ১০ সেকেন্ড এবং ১০ পয়সা প্রতি ১০ সেকেন্ড যে কোন নাম্বারে কথা বলা যাবে ২৪ ঘন্টা। এছাড়াও আগামী সিমে প্রতিদিন ২০ এমবি ৬ টাকায়, মাসিক প্যাক ১ জিবি ১০০ টাকায় এবং ৫ জিবি ৩৫০ টাকায় পাওয়া যাবে।
ফিচার
ট্যারিফ / চার্জেস
কল রেট | কলের ধরণ | ১০ সেকেন্ড পালস্ (২৪ ঘণ্টা এক রেট) |
ভয়েস কল | অন নেট | ৮.৩৩ পয়সা |
| অফ নেট | .৮.৩৩ পয়সা | |
ভিডিও কল | অন নেট | ৭.৫ পয়সা |
পালস্ | ১০ সেকেন্ড | |
এসএমএস | অন নেট | ২৫ পয়সা |
| অফ নেট | ৩৫ পয়সা | |
ডাটা চার্জ | ১৫ কেবি/১ পয়সা | |
বিশেষ ডাটা প্যাকেজ | ২০এমবি ৬টাকা, ১জিবি ১০০টাকা ও ৫জিবি ৩৫০টাকা | |
| রিচার্জে বোনাস | ২৫টাকায় ২৫মিনিট, ২৫ এসএমএস ও ২৫ এমবি | |
VAT,SD & Surcharge applicable

